• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের ১৩২ গ্রামে তিন মাসে কোনও কন্যাশিশু জন্মায়নি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৯, ২৩:১৫
ভারত, উত্তরাখণ্ড
ছবি: ভারতের গণমাধ্যম এনডিটিভি

ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ১৩২টি গ্রামে গত তিন মাসে কোনও কন্যাশিশু জন্মায়নি। তথ্য অনুসারে, এসব গ্রামে একই সময়ে ২১৬টি শিশু জন্মালেও কোনোটিই কন্যাশিশু নয়।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনটিতে বলা হয়, এই ঘটনায় খুবই অবাক হয়েছেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আশিস চৌহান বলেন, আমরা যে অঞ্চলগুলোতে কন্যাশিশুর সংখ্যা শূন্য বা এক অঙ্কে, সেগুলোকে চিহ্নিত করেছি।

তিনি দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অ্যাকক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্টের (এএসএইচএ) কর্মীদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন।

বৈঠকে তিনি তাদেরকে এসব অঞ্চল পরিদর্শন করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন। গঙ্গোত্রীর বিধায়ক গোপাল রাওয়াত এই বৈঠকে উপস্থিত ছিলেন।

সমাজকর্মী কল্পনা ঠাকুরের দাবি, ব্যাপক হারে কন্যাভ্রুণ হত্যার ফলেই এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, এটা কোনও কাকতালীয় ব্যাপার নয়।

তিনি বলেন, এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কন্যাভ্রুণ হত্যা এই জেলায় ব্যাপক হারে চলছে। সরকার ও প্রশাসন কিছুই করছে না।

জ্যেষ্ঠ সাংবাদিক শিব সিং থানভালের মতে, শিউরে ওঠার মতো লিঙ্গ অনুপাতের তথ্য সামনে এসেছে। এখন তো সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প নিয়ে প্রশ্ন এসে যাচ্ছে।

তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, কঠোর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে কন্যাভ্রুণ হত্যা বন্ধ করা হোক।

আরও পড়ুন

কে/ডি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh