• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরে সংঘর্ষে এক ভারতীয় সেনা, জইশ-ই-মোহাম্মদের দুই জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০১৯, ২০:১০
ছবি: ভারতের গণমাধ্যম এনডিটিভি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ শহরে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক সেনা এবং জইশ-ই-মোহাম্মদের দুই জঙ্গি নিহত হয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের গণমাধ্যম নিউজ 18 এই তথ্য জানায়।

এতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে অনন্তনাগের বীজবেহারা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। এই এলাকায় দুই জঙ্গি লুকিয়ে আছেন বলে জানা যায়।

আরও বলা হয়, এদিন ভোরে এলাকাটিতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা। এসময় তাদেরকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন জঙ্গিরা।

গণমাধ্যমটি জানায়, হামলায় গুরুতর আহত হন এক ভারতীয় সৈন্য। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অন্যদিকে ভারতীয় সৈন্যদের গুলিতে দুই জঙ্গি নিহত হন।

একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দুই জঙ্গির একজন সাজ্জাদ মকবুল ভাট এবং অপরজন তাউসিফ ভাট।

আরও জানায়, গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে হামলায় জড়িত ছিলেন এই দুই জঙ্গি।

উল্লেখ্য, গতকাল সোমবার অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর মেজর কেতন শর্মা নিহত এবং তিন সৈন্য আহত হন।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত এই হতাহতের ঘটনায় শোক এবং নিহত সৈন্যের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ডে ৩ ভারতীয় গ্রেপ্তার
X
Fresh