• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে অ্যাম্বুলেন্স-মিনিট্র্যাক সংঘর্ষে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ জুন ২০১৯, ১১:১৭
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় একটি অ্যাম্বুলেন্স ও মিনিট্র্যাকের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। রোববারের ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

রাজ্যের থান্নিছেরি জেলায় এই দুর্ঘটনা ঘটে। ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা নেল্লিয়াপাথি যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা সবাই অ্যাম্বুলেন্সটির যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাছ বোঝাই একটি মিনিট্র্যাক অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, ভয়াবহ ওই দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। আর ট্রাকটির সামনের অংশও ব্যাপকভাকে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় মানুষজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু আহত ব্যক্তিদের গাড়ি থেকে টেনে বের করতে বেশ বেগ পোহাতে হয় তাদের।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতের কাঁটাতারে ঝুলছে : গয়েশ্বর
এমন পৈশাচিকতা আগে কখনও দেখেনি আগুয়াবাসী
দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ৮ম ঢাকা
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
X
Fresh