• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পদত্যাগ করছেন রাহুল গান্ধী!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০১৯, ০৯:৫৮
সংগৃহীত ছবি

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বিশাল ব্যবধানে হারের পর পদত্যাগের কথা ভাবছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইতোমধ্যে এ বিষয়ে নাকি প্রস্তাবও দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, লোকসভা নির্বাচনে লজ্জাজনক হার এবং নিজেদের এলাকা হিসেবে পরিচিত অমেঠিতে হারের পর কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর জন্য বৃহস্পতিবারই তিনি প্রস্তাব দেন।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাকে রাহুল বলেছেন, নির্বাচনে হারার সম্পূর্ণ দায় তার এবং দলীয় সভাপতির পদ থেকে তিনি অব্যাহতি চান।

সূত্র জানায়, রাহুল গান্ধীর প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহখানেকের মধ্যেই বৈঠকে বসার আভাস দিয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। যদিও রাহুল গান্ধীর পদত্যাগের এই খবরকে উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভোট না দিলে রড গরম করে সোজা করব’
নির্বাচন বর্জনের ঘোষণা এক চেয়ারম্যান প্রার্থীর
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে ৭ দিনের স্থিতাবস্থা
ধামরাইয়ে উপজেলা নির্বাচন অফিসারকে প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন 
X
Fresh