logo
  • ঢাকা শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধের প্রস্তাব করেছেন সংসদ সদস্য আশু মারাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ এপ্রিল ২০১৯, ২৩:৪৬ | আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২৩:৫৬
ছবি: শ্রীলঙ্কার গণমাধ্যম নিউজ ফার্স্ট

শ্রীলঙ্কার সংসদে বোরকা পরা নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন সংসদ সদস্য আশু মারাসিংহে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানায় দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউজ ফার্স্ট।

আশু মারাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) বৈঠক চলাকালে তিনি জানান, বোরকা নিষিদ্ধ করার দাবিতে একটি প্রস্তাব উত্থাপন করা হবে।

সংসদের জেনারেল সেক্রেটারির কাছে এই প্রস্তাব হস্তান্তর এবং বোরকা নিষিদ্ধ করার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করবেন বলে জানান তিনি।

এই সংসদ সদস্য বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি ইস্যু হয়েছে বোরকা। এছাড়া মুসলিম নেতাদের মতে এটি ইসলামের ঐতিহ্যবাহী পোশাক নয়।

তিনি বলেন, সবমিলিয়ে এখন বোরকা নিষিদ্ধ হওয়া প্রয়োজন। একজন সংসদ সদস্য হিসেবে এটা আমার ব্যক্তিগত প্রস্তাব।

এনিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে আলোচনার করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন শ্রীলঙ্কার তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় বোমা হামলায় এ পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। এসব হামলার তিনদিন পর দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

কে/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়