logo
  • ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০, ৮ ফাল্গুন ১৪২৬

তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ এপ্রিল ২০১৯, ১৫:০৯
ছবি: সংগৃহীত
তাইওয়ানের পূর্ব উপকূলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টায় ভূমিকম্প হয়।

মার্কিন সংবাদমাধ্যম লস এঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ফুটেজে দেখা গেছে, ভূমিকম্পের কারণে একটি স্থানে ভূমিধ্বস হয়েছে। তবে এতে বড় কোনও ক্ষয়ক্ষতির খোঁজ পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া ব্যুরো বলছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলের উপকূলীয় শহর হুয়ালিয়েন থেকে ৬ মাইল দূরে। এতে ৭১ মাইল দূরে অবস্থিত দেশটির রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে উঠে। কম্পনে একটি বহুতল ভবন হেলে পড়েছে।

ভূমিকম্পের পর দেশটির সব পাতাল রেল সেবা বন্ধ করে দেয়া হয়। ছুটি দেয়া হয় স্কুলগুলোও। এসময় নিজেদের সুরক্ষিত রাখতে মাথার ওপরে ব্যাগ তুলে নিয়ে যেতে দেখা যায় শিক্ষার্থীদের।

প্রসঙ্গত, তাইওয়ানের আশপাশে অসংখ্য ভূ-তাত্ত্বিক ফল্ট রয়েছে। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। গত বছরের ফেব্রুয়ারিতে ভূমিকম্পে ১৭ জন মারা যায়। এছাড়া ১৯৯৯ সালের এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারায় দেশটির ২ হাজার ৩০০ মানুষ।

ডি/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়