• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পদত্যাগ করেছেন সুদানের প্রেসিডেন্ট আল-বশির

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৯, ১৫:৪১
ছবি: সংগৃহীত

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির পদত্যাগ করেছে। এর মধ্য দিয়ে তার ৩০ বছরের শাসনামলের অবসান ঘটলো। স্থানীয় আল হাদাথ টিভি বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আল-বশির পদত্যাগ করার পর এখন একটি অন্তবর্তী পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে একজন প্রাদেশিক মন্ত্রী।

সুদানের দুজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে আল-বশিরের পদত্যাগের খবর ছেপেছে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসও।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে আলোচনা করছে। মিডিয়ায় কথা বলা বারণ আছে উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে সরকার ও সেনাবাহিনীর ওই শীর্ষ দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এদিকে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেবে। সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে নিয়েছে এমন খবরের মধ্যেই তারা এ ঘোষণার কথা জানিয়েছে।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খার্তুমে আল-বশিরের ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্টির অফিসে হানা দিয়ে সুদানিজ সেনাবাহিনীর একটি দল। তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ন্যাশনাল কংগ্রেস পার্টির মতাদার্শিক উইং ইসলামিক মুভমেন্টের অফিসে হানা দেয় সেনাসদ্যরা।

উল্লেখ্য, রুটির দাম বেড়ে যাওয়ার কারণে গত কয়েক মাস ধরে আল-বশিরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছিল। শেষপর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে না ইউপি চেয়ারম্যানদের 
পদত্যাগের হুমকি দিলেন এমপি ওদুদ
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল
X
Fresh