• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

আবারও ক্ষমতায় আসছেন মোদি: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ এপ্রিল ২০১৯, ১১:৩৮
ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দুদিন আগে টাইমস নাও-ভিএমআর-এর এক মতামত জরিপ অনুযায়ী আবারও ক্ষমতায় আসছে বিজেপি। সোমবার সন্ধ্যায় তাদের এই সমীক্ষা সামনে আসে। সেখানেই এই তথ্য উঠে এসেছে।

ওই মতামত জরিপে বলা হয়েছে, সপ্তদশ লোকসভা নির্বাচনে জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তারা পেতে পারে ২৭৯টি আসন। লোকসভায় মোট আসন ৫৪৩। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ২৭২। টাইমস নাও-ভিএমআর-এর সমীক্ষা অনুযায়ী, সেই ম্যাজিক ফিগারের থেকে কয়েকটি বেশি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় মতামত জরিপ ও বুথফেরত জরিপে এনডিএ সংখ্যাগরিষ্ঠ হবে বলে সমীক্ষায় উঠে এসেছিল। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় এনডিএ ৩০০-র বেশি আসন পেয়েছে।আর বিজেপিই হয়ে উঠেছে একক সংখ্যাগরিষ্ঠ দল।

তবে এবার এর আগে যে কয়েকটি সমীক্ষা হয়েছে, তার অধিকাংশতেই বিজেপি ও এনডিএ-র দিকে সমর্থনের হাওয়া বেশি ছিল না। কোনও কোনও সমীক্ষায় এনডিএ-কে সংখ্যাগরিষ্ঠতার থেকে কম আসন দেয়া হয়েছিল। আবার কোথাও এনডিএ সংখ্যাগরিষ্ঠ হবে বললেও বিজেপির ফল গতবারের চেয়ে খারাপ হবে বলে সমীক্ষায় উঠে এসেছিল।

এদিকে চলতি লোকসভা নির্বাচনে বিজেপি ঠিক কত আসন পাবে তা ওই মতামত জরিপে বলা হয়নি। এনডিএ ২৭৯টি আসন পেলে বিজেপির আসন সংখ্যা আগেরবারের চেয়ে ৫০ থেকে ৬০টি কমতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

অন্যদিকে এই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে কংগ্রেস ও ইউপিএ এবার আগেরবারের থেকে ভালো ফল করবে। ২০১৪ সালে কংগ্রেস ৪৪টি আসন পেয়েছিল। ইউপিএ সব মিলিয়ে পেয়েছিল ৬০টি আসন। এবার তাদের অবস্থা সেখান থেকে অনেকটাই ভালো হবে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেয়া হয়েছে। টাইমস নাও-ভিএমআর-এর মতামত জরিপ অনুযায়ী, এবারের লোকসভা নির্বাচনে ১৪৯টি আসন পেতে পারে ইউপিএ।

অন্যান্য আঞ্চলিক দলগুলো সব মিলিয়ে ১১৫টি আসন পেতে পারে বলে ভিএমআর-এর মতামত জরিপে ইঙ্গিত দিয়েছে। এই দলগুলো ২০১৪ সালে একসঙ্গে পেয়েছিল ১৪৭টি আসন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদানের সক্ষমতা আরও বাড়াবে ডিএনসিসি : মেয়র আতিক 
ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
জ্যোতির ফিফটিতেও রক্ষা পেল না টাইগ্রেসরা, এগিয়ে গেল ভারত
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
X
Fresh