• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি জাপানের কানে তানাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মার্চ ২০১৯, ২৩:৩৫
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তির স্বীকৃতি পেলেন জাপানের ১১৬ বছরের নারী কানে তানাকা।

শনিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

কানে তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

এই বছর রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড্ডয়ন করেন।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ফুকুওকার এক নার্সিং হোমে কানে তানাকা এখন বসবাস করছেন। সিটি মেয়র শচিরো তাকাশিমা এবং শুভাকাঙ্ক্ষীরা মিলে এখানে তাকে দেয়া এই স্বীকৃতি উদযাপন করেছে।

জীবনের কোন মুহূর্তটিতে তিনি সবচেয়ে সুখী হয়েছিলেন জানতে চাইলে এই জাপানি নারী বলেন, এখন।

তিনি ১৯২২ সালে হাইদিও তানাকাকে বিয়ে করেন। তিনি চার সন্তানের জন্ম দেন এবং আরেকটি সন্তান দত্তক নেন।

প্রতিদিন ভোর ছয়টায় ঘুম থেকে ওঠেন এবং বিকেলে অংক নিয়ে পড়াশুনা ও ক্যালিওগ্রাফির চর্চা করেন ১১৬ বছর বয়সী নারী।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের ভাইস মিনিস্টারের বৈঠক
মানুষের চামড়ার জাদুঘর!
জাপান সফরে যাচ্ছে নড়াইলের ৬ ছাত্রী
সিক্স-জি নিয়ে হাজির জাপান, গতি ফাইভ-জি’র চেয়ে ২০ গুণ
X
Fresh