• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

জম্মু কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণ, গুরুতর আহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মার্চ ২০১৯, ১৪:৫৯

ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে বুধবার দুপুর ১২টায় গ্রেনেড হামলা হয়েছে। এতে গুরুতর আহত হন ২৮ জন। আনন্দবাজার জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের মধ্যে কোনও আরোহী ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। বাসস্ট্যান্ড ঘিরে রেখে তল্লাশি শুরু করেছে পুলিশ। এছাড়া তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ভিড় বাসস্ট্যান্ডেই ইচ্ছাকৃতভাবে হামলা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো এলাকায়। হামলার পেছনে কোন জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

বিস্ফোরণ সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী বলেন, মারাত্মক শব্দে কেঁপে উঠেছিল বাসস্ট্যান্ড। ভেবেছিলাম টায়ার ফাটার শব্দ। পরে বুঝলাম বিস্ফোরণ হয়েছে। আহতদের স্থানীয় বাসিন্দারাই হাসপাতালে নিয়ে গেছেন।

পুলওয়ামা হামলার পর থেকেই কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেনা তল্লাশি শুরু হয়। গত কয়েকদিন ধরেই সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত কুপওয়ারা, ত্রাল-সহ বেশ কয়েকটি এলাকা। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশি মুহাম্মদ। এতে ৪০ জন জওয়ান প্রাণ হারান। সেই ঘটনার পর জম্মু-কাশ্মীরের নিরাপত্তা জোরদার করা হয়। এরই মধ্যে আবারও জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়লার ঝুড়িতে মিলল ২৪ ক্যারেটের ৭ স্বর্ণের বার  
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতের কাঁটাতারে ঝুলছে : গয়েশ্বর
চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা
অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মুনরো
X
Fresh