• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের রাজস্থানে ট্রাকের ধাক্কায় বিয়ের অনুষ্ঠানের চার শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৫
প্রতীকী ছবি

ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় চার শিশু ১৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে একথা জানায় ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’।

ছোটি সাদরি ডিএসপি বিজয়পাল সিংহ সন্ধু বলেন, সোমবার রাতে বনস্বরা থেকে নিমবহেরা যাওয়ার পথে দ্রুতগতির ট্রাকটি রামদেব মন্দিরের কাছে স্টেট হাইওয়ে-113 এর পাশের বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, তিনি এই ঘটনার কথা শুনে খুবই মর্মাহত হয়েছেন। তিনি টুইটারে বলেন, ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করছি।

তিনি বলেন, আহতদেরকে দ্রুতই ছোটি সাদরির একটি সরকারি হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য উদয়পুরে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে নয়জনকে শনাক্ত করা গেছে। তারা হলেন দৌলতরাম(৬০), ভরত(৩০), শুভম(৫), ছোটু(৫), দিলিপ(১১), অর্জুন(১৫), ইশু(১৯), রমেশ(৩০) ও করন(২৮)।

ডিএসপি বিজয়পাল জানান, ট্রাকটির ড্রাইভার ভালোভাবে বিয়ের অনুষ্ঠানটি দেখতে পারেননি। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনাটি তদন্তাধীন আছে।

আরো পড়ুন:

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত
গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১১
বিএসএফের গুলিতে নিহত কিশোরের মরদেহ ফেরত পেল পরিবার
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
X
Fresh