• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

গো-মাতার ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮
ফাইল ফটো

গো-মাতার ঋণ কখনোই শোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার দেশটির উত্তরপ্রদেশের বৃন্দাবনে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এবিপি আনন্দ’।

নরেন্দ্র মোদি বলেন, আমাদের প্রতিদিনের জীবনে গরুর ভূমিকা অনেক। আর গরুর দুধের ঋণ তো কখনোই শোধ করা সম্ভব না। পাশাপাশি দেশের প্রত্যন্ত গ্রামীণ অর্থনীতিতে গরুর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

তিনি বলেন, ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিতে গরু অবিচ্ছেদ্য। তাই গবাদি পশুর স্বাস্থ্যের উন্নতির দিকে নজর দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় গোকুল মিশন চালু করা হয়েছে। এবারের বাজেটে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ চালু করার প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রকল্পে ৫০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, প্রদেশটির বৃহত্তর নয়ডা শহরে ‘পেট্রোটেক ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম ঠিক করার ক্ষেত্রে আমাদের দায়িত্ববান হতে হবে। তেল উৎপাদনকারী ও গ্রাহক দুই পক্ষেরই স্বার্থরক্ষা করতে হবে।

এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজার স্বচ্ছ ও নমনীয় করতে হবে। একমাত্র তবেই সন্তোষজনকভাবে মানবতার স্বার্থে জ্বালানির চাহিদা মেটানো যাবে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানমন্ডিতে ছিনতাই হওয়া ফোন ভারত থেকে উদ্ধার
দেড় মাস ধরে পানিতে আটকা ২০ ভারতীয় 
এবার নেপালেও নিষিদ্ধ ভারতের মসলা
জুনের প্রথমেই ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ!
X
Fresh