• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় সুনামিতে ভেঙে পড়লো কনসার্টের স্টেজ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:৫৭

ইন্দোনেশিয়ার সুনামিতে কনসার্ট চলাকালীন সময়ে একটি স্টেজ ভেঙে পড়েছে। দেশটির বানতেন প্রদেশে এই কনসার্ট হচ্ছিল।

আলজাজিরার এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, স্টেজে দাঁড়িয়ে গান করছিলেন কনসার্টে আসা ব্যান্ডের ভোকালিস্ট। এমন সময় স্টেজটি ভেঙে পড়ে। ইন্দোনেশিয়ান এই ব্যান্ডটির নাম সেভেনটিন।

স্টেজ ভেঙে পড়ায় ব্যান্ডটির বেজ গিটারিস্ট এবং ব্যান্ডটির ম্যানেজার মারা গেছেন বলে জানিয়েছে এর ভোকালিস্ট রাফিয়ান ফজরশাহ। ফজরশাহ আরও জানান, তার স্ত্রী ও ব্যান্ডদলের আরও কয়েকজন সদস্য নিখোঁজ আছেন।

আলজাজিরা বলছে, সুনামিতে এখন পর্যন্ত দুইশোরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকশো মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমটি।

ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর কাছে সুনামির পর এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই সুনামি আঘাত হানে।

দেশটির ‍দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাগরের নিচে হওয়া ভূমিধস থেকে সৃষ্ট সুনামির সম্ভাব্য কারণ ক্রাকাটোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। জাভা সাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী সুন্দা প্রণালী জাভার দ্বীপ ও সুমাত্রার মধ্যে অবস্থিত।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ কনসার্টে সুনিধির দিকে ছোড়া হলো পানির বোতল
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু
অবশেষে জানা গেল ভাইরাল ওই কনসার্টের গায়কের পরিচয়
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
X
Fresh