• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইউক্রেনের জলযান জব্দ রাশিয়ার, নতুন করে ‍উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ নভেম্বর ২০১৮, ১০:০০
ছবি: সংগৃহীত

ক্রাইমিয়া উপদ্বীপের জলসীমা থেকে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জলযানকে লক্ষ্য করে রাশিয়ার বাহিনীর গুলি ছোড়ার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এসময় রাশিয়ার বাহিনী দুটি গানবোট এবং একটি টাগবোট বা টানানৌকা জব্দ করেছে। ওই গুলি ছোড়ার ঘটনায় ইউক্রেনের ক্রু সদস্যদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। খবর বিবিসির।

ক্রাইমিয়ার জলসীমায় নতুন করে এই দ্বন্দ্বের জন্য উভয়দেশ একে অপরের দিকে আঙুল তুলেছে। এদিকে সামরিক আইন ঘোষণার বিষয়ে আজ সোমবার ভোট দেবেন ইউক্রেনের এমপিরা।

রাশিয়ার জলসীমায় ইউক্রেনের জলযান প্রবেশ করেছে মস্কোর পক্ষ থেকে এমন অভিযোগ করার পর এই নতুন সঙ্কট দেখা দেয়।

দুই দেশের মধ্যে অবস্থিত আজভ সাগরের যাওয়ার একমাত্র পথ কের্চ প্রণালীর ব্রিজের একটি ট্যাংকার স্থাপন করেছে রাশিয়া।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে এক বৈঠকের সময় দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোসেনকো রাশিয়ার এ ধরনের কাজকে ‘বিনা কারণে উসকানি ও পাগলামি’ বলে বর্ণনা করেছেন।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকের ব্যাপারে অনুরোধ জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি জানিয়েছেন, সোমবার নিউ ইয়র্ক সময় সকাল ১১টায় ওই বৈঠক বসবে।

উল্লেখ্য, ২০১৪ সালে অনেকটা জোরপূর্বক ক্রাইমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে মস্কো। এরপরই মূলত কৃষ্ণ সাগর ও আজভ সাগর অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ৫০ মণ শাপলাপাতা মাছসহ ট্রলার জব্দ
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
X
Fresh