• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় ক্লোরিন গ্যাসযুক্ত বোমা ছোড়া হয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ নভেম্বর ২০১৮, ২৩:২৮
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম মেইল অনলাইন

সিরিয়ার আলেপ্পো শহরে দেশটির ইসলামি চরমপন্থিদের ছোড়া ক্লোরিন গ্যাসযুক্ত বোমায় আট শিশুসহ ৪৬ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছে রাশিয়া।

স্থানীয় সময় রোববার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্যের গণমাধ্যম মেইল অনলাইন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে একথা জানায়।

বিবৃতিটিতে রুশ মেজর-জেনারেল ইগোর কোনাশেনকোভ বলেন, ইদলিব প্রদেশে নুসরা ফ্রন্টের জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা অংশে এই রাসায়নিক হামলা চালানো শুরু হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এই বিষয়ে তুরস্কের সঙ্গে কথা বলা হবে। কারণ এর আগে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্রবিরতিতে আনার নিশ্চয়তা দিয়েছিল দেশটি।

রোববার চিকিৎসকদের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আলেপ্পোতে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ ব্যক্তিই শ্বাসকষ্টে ভুগছেন। তাদের দৃষ্টিশক্তিও কমে গেছে।

একজন চিকিৎসক জানিয়েছেন, একটি শিশু এবং একজন ব্যক্তির অবস্থা গুরুতর।

ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষকদের প্রধান রামি আবদুররহমান বলেন, পরবর্তীতে আলেপ্পো শহরের পরিস্থিতি শান্ত হলেও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে।

এদিকে ক্লোরিন গ্যাসযুক্ত বোমা হামলা দাবি অস্বীকার করেছে বিদ্রোহী কমান্ডার এবং বিরোধী দলগুলো। তাদের মতে, বিদ্যমান অস্ত্রবিরতি চুক্তিভঙ্গ করেছে দামাস্কাস।

এর আগে গত শনিবার ইদলিবে বিদ্রোহীদের দখল করা অঞ্চলে সিরিয়ার সরকারের ছোড়া শেলে কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিক নিহত হন।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন 
চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনা 
পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ পুতিনের
রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ
X
Fresh