• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কলার বক্সে এক কোটি ৭৮ লাখ ডলারের কোকেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৫৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসকে(টিডিসিজে) ৪৫ বক্স পাকা কলা দান করা হয়েছিল। মজার ব্যাপার হলো এই কলা শেষপর্যন্ত এক কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার মূল্যের কোকেনে পরিণত হয়েছে।

শুক্রবার সকালে টেক্সাসের ফ্রিপোর্ট শহরের ‘পোর্টস অব আমেরিকা’ বন্দরে কলাগুলো আনতে পৌঁছায় স্কট ইউনিটের দুজন সার্জেন্ট। এসময় অন্য বক্সগুলোর তুলনায় একটি ভিন্ন মনে হয় তাদের। তারা বক্সটি খুলে অনেকগুলো কলার বান্ডিলের নিচে আলাদা ধরনের একটি বান্ডিল পান। এতে সাদা পাউডার জাতীয় কিছু একটা ছিল। তারা দ্রুত বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং নির্দেশনার জন্য অপেক্ষা করতে থাকেন।

ইউএস কাস্টমস ঘটনাস্থলে পৌঁছে টেস্ট করে দেখেন সেগুলো কোকেন। তখন কাস্টম এজেন্টরা প্রতিটি বক্স খুলে ৫৪০ প্যাকেট কোকেন উদ্ধার করে। যেগুলোর আর্থিক মূল্য এক কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার।

এখন ঘটনাটি তদন্ত করছে ‘ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনস্ট্রেশন’ এবং ইউএস কাস্টমস বোর্ডার প্রোটেকশন।

টিডিসিজে’র ফেসবুক পেজে শুক্রবার দিনগত রাত একটা ৩৮ মিনিটে দেয়া এক পোস্টে এসব কথা বলা হয়েছে।

পোস্টের শুরুতেই বলা হয়, জীবন মাঝে মাঝে আপনাকে লেবু, মাঝে মাঝে আপনাকে কলা এবং মাঝে মাঝে আপনাকে এমন কিছু দেবে যা আপনি প্রত্যাশা করেননি।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
X
Fresh