• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

টাইম ম্যাগাজিনের মালিক এখন মার্ক বেনিঅফ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৭

যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানি মেরেডিথ করপোরেশনের কাছ থেকে টাইম ম্যাগাজিন কিনে নিয়েছেন ক্লাউড কম্পিউটিং ফার্ম ‘সেলসফোর্স ডট কম’র চেয়ারম্যান মার্ক বেনিঅফ এবং তার স্ত্রী লিন।

মেরেডিথ করপোরেশন সাপ্তাহিকটি কেনার আট মাসের ব্যবধানে ১৯ কোটি ডলারে তাদের কাছে বিক্রি করলো বলে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে মেরেডিথ করপোরেশন জানিয়েছে, ম্যাগাজিনটির দৈনন্দিন কার্যক্রম বা সাংবাদিকতা সংশ্লিষ্ট বিষয়ে জড়িত থাকবেন না বেনিঅফ ও তার স্ত্রী।

এক মাসের মধ্যেই মালিকানা বদলের প্রক্রিয়া শেষ হয়ে যাবে কিন্তু এর আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হবে।

মার্ক বেনিঅফ বলেন, ম্যাগাজিন একটি আইকন এবং আমি ও আমার স্ত্রী প্রতিষ্ঠানটির প্রতি গভীর শ্রদ্ধাশীল। মানুষের গল্প বলার অতুলনীয় ধরনই হলো টাইমের মূলশক্তি। এটিই আমাদের আকৃষ্ট এবং সম্পৃক্ত করে।

বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় ইতোমধ্যে প্রচার সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয়েছে টাইম। ফোর্বসের মতে ছয় দশমিক সাত বিলিয়ন ডলারের মালিক মার্ক বেনিঅফ এমন এক সময়ে সাপ্তাহিকটি কিনলেন যখন প্রিন্ট মিডিয়া একটি অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

এর আগে ২০১৩ সালে ‘ওয়াশিংটন পোস্ট’ কিনে নেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজস। গত বছর ‘দ্য আটলান্টিক’ কিনে নেন লরেন পাওয়েল জবস।

আরও পড়ুন :

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh