• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আবারও স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রচারণা কাতালোনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫

আবারও স্পেন থেকে বিচ্ছিন্ন হতে প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন কাতালোনিয়ার নেতা কুইম তোরা।

সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে জানিয়েছে রয়টার্স।

তোরা বলেন, আমি এর শেষ দেখে ছাড়বো। কাতালান পার্লামেন্ট চাইলে যতদূর সম্ভব আমি এটাকে নিয়ে যাব।

স্পেনের নতুন কেন্দ্রীয় সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ কাতালোনিয়ার স্বায়ত্তশাসনের জন্য গণভোটের প্রস্তাব করেন। কিন্তু এই গণভোট অঞ্চলটির স্বাধীনতা বা বিচ্ছিন্ন হওয়ার জন্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

স্প্যানিশ রেডিওকে তিনি স্পষ্ট করে বলেন, এই গণভোট অঞ্চলটির স্বায়ত্তশাসনের।

এর আগে গত জুলাই মাসে মাদ্রিদে তোরার সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী। তখন তিনি কেন্দ্রের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক স্বাভাবিক করতে কাতালান বিচ্ছিন্নতাবাদী বন্দিদের মুক্তি দেয়া এবং অঞ্চলটির ওপর থেকে আর্থিক নিয়ন্ত্রণ তুলে নেয়ার কথা বলেন।

কাতালান বিচ্ছিন্নতাবাদী দলগুলো আবারও জাতীয় বাজেটের অধীনে আসবে বলেও আশা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ মে কাতালান পার্লামেন্ট কট্টর বিচ্ছিন্নতাবাদী কুইম তোরাকে নতুন নেতা নির্বাচিত করে। ৫৫ বছরের তোরা স্বাধীনতা প্রশ্নে গত বছর ১ অক্টোবরের গণভোটের ফলকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি একটি স্বাধীন প্রজাতন্ত্র গঠনের লড়াই চালিয়ে যাবেন।

গণভোটের ফলাফলের পর একতরফা স্বাধীনতা ঘোষণা করে বেলজিয়ামে পালিয়ে যান অঞ্চলটির তৎকালীন নেতা পুজদেমন। পরে স্পেন সরকার তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বেলজিয়াম পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিন নেন।

আরও পড়ুন :

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
এক চুমুতে আড়াই বছরের জেল!
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
X
Fresh