• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

বিজেপিকে শিক্ষা দেবে বাংলার মানুষ: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ আগস্ট ২০১৮, ২০:০৭

পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের ফল ঘোষণা করা যাবে। সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে শুক্রবার সুপ্রিম কোর্টের এই রায়কে কুৎসার বিরুদ্ধে মানুষের জয় বলেই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এই সময়।

পঞ্চায়েতের যে ২০ হাজারের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, তার ভাগ্য নিয়েই ছিল এই রায়। শুনানি শেষ হয়েছিল আগেই। কারও কোনও আপত্তি থাকলে ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ইলেকশন ট্রাইব্যুনালে আবেদন করা যাবে বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে ইমেইলে মনোনয়ন জমা দেয়ার বৈধতাও নাকচ করে দিয়েছে আদালত।

-------------------------------------------------------
আরও পড়ুন :ভৃত্য নয় বন্ধু ভাবতে হবে, যুক্তরাষ্ট্রকে ইমরান খান
-------------------------------------------------------

পঞ্চায়েতের রায় নিয়ে মমতা বলেন, এই জয় মানুষের জয়। তৃণমূলের নৈতিক জয়। রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে অপমান করেছে বিজেপি। দেশের মানুষ এর জবাব দেবে।

তিনি আরও বলেন, বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। একই সঙ্গে বিজেপির সমালোচনা করে মুখ্যমন্ত্রীর বলেন, জাতীয় স্তরে মিডিয়াকে কিনে নিয়েছে বিজেপি। ধর্ম নিয়ে রাজনীতি করছে। বাংলাকে অপমান করা হচ্ছে।

এছাড়া মানুষের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা
সরকারের অত্যাচার-নির্মমতা চরম পর্যায়ে পৌঁছেছে : মির্জা ফখরুল
‘আমাকে কেনার মতো ধনী এখনও তারা হননি’
X
Fresh