• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সুইজারল্যান্ডের বনে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৮, ২৩:৪৭

সুইজারল্যান্ডের একটি বনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কয়েকজন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট। যদিও নিহতদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। ৪ আগস্ট শনিবার এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ।

এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, সুইজারল্যান্ডের নিডভালডেন প্রদেশের রেং গিরিপথ এলাকার বনে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাওয়ার আগেই বনের ওই অংশটিতে আগুন ধরে যায়। যদিও হেলিকপ্টারের ব্যবহার করে আগুন নেভানো সম্ভব হয়েছে। আর ধ্বংসস্তূপের কাছে পৌঁছতে বন পরিষ্কার করে একটি পথ তৈরি করা হয়।

দেশটির পুলিশের এক মুখপাত্র জানায়, স্বজনদের সংবাদ জানানোর পর নিহতের সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হবে।

এরই মধ্যে বিমান বিধ্বস্তের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর দেশটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছিলেন। নিহতদের মধ্যে ১৪ বছরের এক শিশুসহ ছিলেন বিমানের পাইলট।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২
পিকআপকে পেছন থেকে ডাম্পট্রাকের ধাক্কা, নিহত ২
ব্রাজিলে প্রবল বর্ষণে নিহত ৩৯, নিখোঁজ ৭০
X
Fresh