• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নেকাব পরায় ডেনিশ তরুণীকে ১৫৬ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৮, ২১:৫০

নেকাব পরে শপিং মলে যাওয়ায় ১৫৬ ডলার জরিমানা গুণতে হলো ডেনমার্কের এক তরুণীকে। সম্প্রতি দেশটিতে নেকাব পরায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার পর এই প্রথম কাউকে অভিযুক্ত করা হলো। শুক্রবার কোপেনহেগেনের ২৫ কিলোমিটার উত্তরের হরশোম শহরে এ ঘটনা ঘটে। খবর বিবিসি, এমএসএন।

হরশোম শহরের একটি শপিং মলে ২৮ বছর বয়সী ওই নারীকে প্রথমে নেকাব খুলতে বলা হলেও তিনি তা খুলেননি। পরে ওই নারীর মুখ থেকে নেকাব খুলে নেয়ার চেষ্টা করে অন্য এক নারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশও নেকাব পরা নারীকে নেকাব খুলতে বেশ কয়েকবার অনুরোধ করেন। তারপরও তিনি নেকাব খুলতে রাজি হয়নি। যার কারণে তাকে এক হাজার ক্রোনার (১৫৬ ডলার) জরিমানা করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ডেনমার্কের পার্লামেন্ট জনসম্মুখে মুখ ঢাকা কাপড় পরিধান করলে জরিমানার কথা উল্লেখ করে একটি আইন অনুমোদন করে। আর আইনটি ১ আগস্ট থেকে কার্যকর হয়। নেকাব পরায় জরিমানা করে ওই আইনের প্রয়োগ শুরু করলো ডেনমার্ক।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
বাসরের পর লাপাত্তা স্বামী, শ্বশুরবাড়িতে অবস্থান তরুণীর
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
X
Fresh