• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ভারতে তিন বছরে ১ লাখ ধর্ষণ মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুলাই ২০১৮, ২৩:৩১

তিন বছরে এক লাখের বেশি ধর্ষণের মামলা হয়েছে ভারতে। ১৮ জুলাই বুধবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু পার্লামেন্টে এই তথ্য জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

কিরেন রিজিজু বলেন, ২০১৪-১৬ সালে এক লাখ ১০ হাজার ৩৩৩টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যেই ২০১৬ সালে ৩৮, ৯৪৭টি ধর্ষণের অভিযোগ জমা হয়েছিল। ২০১৫-তে ৩৪,৬৫১টি ধর্ষণ এবং তার আগের বছরে ৩৬,৭৩৫টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন : আন্তর্জাতিক তেল বাজারকে স্থিতিশীল রাখছে ইরান : রাশিয়া
--------------------------------------------------------

লিখিত বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ২০১৬ সালে ৩ লাখ ৩৮ হাজার নারীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠেছিল। ২০১৫-তে সেই সংখ্যা ছিল, ৩ লাখ ২৯ হাজার এবং ২০১৪ সালে ৩ লাখ ৩৯ হাজার এমন অভিযোগ দায়ের হয়েছিল।

উল্লেখ্য, ২০১৬ সালে ভারতে ধর্ষিত হয়েছে প্রায় ২০ হাজার শিশু বা কিশোরী। ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর সাম্প্রতিকতম পরিসংখ্যানে তেমনটাই উঠে এসেছে। তবে ধর্ষণ বা যৌন হেনস্থার শিকার যে সেখানে শুধু কন্যা শিশুরাই হচ্ছে তা নয়। প্রায় ১০ বছর আগে প্রকাশিত একমাত্র পরিসংখ্যানে দেখা গেছে মোট যত শিশুর ওপরে যৌন হেনস্থা হয়, তার অর্ধেকেরও বেশি ছেলে-শিশু বা কিশোর।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিজ রক্ষার ম্যাচেও বাংলাদেশের মামুলি পুঁজি
ভেঙে গেল ভারতের ১২৭ বছরের পুরোনো গোদরেজ গ্রুপ
সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিষ্টি কিনে রেখেছিলেন রিঙ্কুর বাবা, কিন্তু জায়গা হলো না বিশ্বকাপে
X
Fresh