• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ভূমধ্যসাগর থেকে ৫ শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মে ২০১৮, ১৮:১২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাবার পথে ৫ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেন কর্তৃপক্ষ। রোববার তাদের উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি, আল-জাজিরা।

স্পেনের কর্তৃপক্ষ জানায়, বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে সাগরে তল্লাশি চালিয়ে শনিবার নয়টি নৌকা থেকে তিনশ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এরপর রোববার বিকেলে আরও আটটি নৌকা থেকে আড়াইশ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজন সাগরে ডুবে গেছে।

উদ্ধারকারীরা জানায়, ছোট নৌকায় দুটি ভাগে অভিবাসী প্রত্যাশীরা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছিল।

এদের মধ্যে আফ্রিকা ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্পেন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রায় ১৯ হাজার লোক ইউরোপে প্রবেশ করেছে। উন্নত জীবনের আশায় চলতি বছর অন্তত ৭ হাজার অভিবাসনপ্রত্যাশী স্পেনে প্রবেশের চেষ্টা করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিল থেকে ইউপি সদস্যের ভাইয়ের মরদেহ উদ্ধার
রুমায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার
খনন করা পুকুরের মাটিতে মিলল কালো পাথরের মূর্তি
চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর জীবিত উদ্ধার
X
Fresh