• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কিমের সঙ্গে সিআইএ প্রধানের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ এপ্রিল ২০১৮, ১২:১৯
মাইক পম্পেও, কিম জং উন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক মাইক পম্পেও পিয়ংইয়ং গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠক করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।

ট্রাম্প এর আগে পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের সরাসরি একটি আলোচনায় বসার ব্যাপারে তার ইচ্ছার কথা প্রকাশ করেন।

২০০০ সালের পর উত্তর কোরিয়ার সঙ্গে এটি হচ্ছে প্রথম অপ্রত্যাশিত ও গোপন বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা থেকে বলেছেন, আমাদের মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ আর নেই
--------------------------------------------------------

তিনি আরও বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি শান্তি আলোচনায় তিনি ‘আশীর্বাদ’ দিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়াও উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা নিরসনে আনুষ্ঠানিক শান্তি আলোচনার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চলতি মাসের শেষদিকে এক বৈঠকে মিলিত হবেন বলে কথা রয়েছে।

ট্রাম্পের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী পম্পেও’র ওই গোপন বৈঠকের ব্যাপারে প্রথম খবর প্রকাশ করে দ্য ওয়াশিংটন পোস্ট। তবে ওই বৈঠকে কী আলোচনা হয়েছে সেটি জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রাম্প-কিমের বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন উত্তর কোরিয়া ও মার্কিন শীর্ষ কর্মকর্তারা।

ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পম্পেও-কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করার কয়েকদিন পরই ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে বার্তা সংস্থা রয়টার্সও এ ধরনের একটি বৈঠকের বিষয় নিশ্চিত করে। যদিও হোয়াইট হাউজ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধ ট্রাম্পের
X
Fresh