• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টয়লেট পেপার ফুরিয়ে যাচ্ছে, এখনি কিনতে হবে!

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৩

আগামী মাস থেকে দাম বাড়তে পারে টয়লেট পেপারের। উৎপাদকরা খুচরা বিক্রেতাদের জানিয়েছেন, মার্চে টয়লেট টিস্যুর দাম ১০ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে।

২৬ ফেব্রুয়ারি সোমবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে তাইওয়ানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশটির মানুষ ব্যাপকহারে ভিড় জমাচ্ছেন টয়লেট পেপারের দোকানগুলোতে। খবর চ্যানেল নিউজ এশিয়া।

এদিকে দোকানিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দোকানে টয়লেট টিস্যু বিক্রির জন্য যেখানে সাজিয়ে রাখা হয় ওই জায়গার ফাঁকা ছবি পোস্ট দিচ্ছেন।

বিক্রেতারা ক্রেতাদের এখনকার ভিড়ের জন্য দাম বাড়ার আতঙ্কের চেয়ে টয়লেট টিস্যু শেষ হয়ে যাওয়ার আতঙ্ককে দায়ী করছেন।

তাইওয়ানের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, টয়লেট পেপারের কারণ বিশ্বব্যাপী কাঁচামালের মূল্যবৃদ্ধি।

এছাড়া কানাডার দাবানল ও ব্রাজিলের উৎপাদনে ব্যাঘাত ঘটাকেও দায়ী করা হচ্ছে।

তবে তাইওয়ান সরকার ঘোষণা দিয়েছে, স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে টয়লেট পেপারের দাম বাড়িয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে না ইউপি চেয়ারম্যানদের 
X
Fresh