• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতে পর্যটন খাতে আয় ২৭ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:৫০

গত এক বছরে পর্যটন খাতে ভারত আয় করেছে ২৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৭ সালে দেশটিতে এক কোটির বেশি পর্যটক ভ্রমণ করেছে। খবর এনডিটিভি।

মঙ্গলবার কোচি শহরে আয়োজিত একটি সভায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে জে আলফোন্স এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমি মনে করি আমাদের পর্যটন খাত ভালো করছে। তবে আমি চাই আরো বেশি সংখ্যক বিদেশি পর্যটক ভারতে বেড়াতে আসুক। এ দেশ অনন্য সুন্দর। প্রত্যেকের পছন্দ অনুযায়ী বেড়ানোর জায়গা রয়েছে এখানে। ভারতে বেড়াতে এসে কেউ নিরাশ হবে না।
--------------------------------------------------------
আরও পড়ুন: আগামীকাল রোহিঙ্গাদের দেখতে আসছেন জাতিসংঘের বিশেষ দূত
--------------------------------------------------------

পর্যটন মন্ত্রী জানান, ভারতের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে দেশের সমগ্র কর্মসংস্থানের মধ্যে ১২ শতাংশ চাকরি হয়েছে পর্যটন ক্ষেত্রে। এই সবকিছুর মিলিত প্রভাব পড়েছে ট্যুরিজম কম্পিটিটিভ ইনডেক্সে। ২০১৩ সালে ভারতের স্থান ছিল ৬৫ নম্বরে। ২০১৭ সালে তা এগিয়ে এসে দাঁড়িয়েছে ৪০-এ।

পর্যটন মন্ত্রণালয় সূত্রের খবর অনুযায়ী সরকারের পক্ষে পর্যটন পরিকাঠামো উন্নয়নের যে উদ্যোগ নেয়া হয়েছিল তা এই উন্নতির অন্যতম কারণ। এছাড়া স্বদেশ দর্শন স্কিমের প্রচার ও প্রসার খুবই আশা জাগিয়েছে। এই প্রকল্পের অধীনে ২০১৭-১৮ সালে এগারোটি নতুন প্রকল্পকে ছাড়পত্র দেয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রের খবর, আগামী দিনগুলোতে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে পর্যটন প্রসারের জন্যে বিশেষ চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়।

আরও পড়ুন:

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় অধিনায়কের মন্তব্যে খুশি জ্যোতি
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
বাংলাদেশ-ভারত সিরিজ দেখা যাবে যেভাবে
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
X
Fresh