• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

মিশরে সরকারি কর্মকর্তা ও বিদেশিসহ আটক ৭৫

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জানুয়ারি ২০১৮, ১২:২৪

মিশরে দুর্নীতির অভিযোগে সরকারি কর্মকর্তা ও বিদেশিসহ মোট ৭৫ জনকে আটক করেছে সরকার। বৃহস্পতিবার দেশটি দুর্নীতিবিরোধী প্রশাসনিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে এমন তথ্য নিশ্চিত করেছে। খবর ফক্স নিউজ।

দুর্নীতিবিরোধী প্রশাসনিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দীর্ঘ ১৪ মাসের তদন্তের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাশাপাশি বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থা জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ঘুষ নেয়া, সরকারি নথি জাল করা, অবৈধ অভিবাসনের সুবিধা দেয়া এবং মানব পাচারের কাজে জড়িত থাকার পাশাপাশি বেসরকারি ও সরকারি তহবিলের অপব্যবহারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তবে বিবৃতিতে আটক কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়নি বা বিদেশিদের পরিচয়ও জানানো হয়নি।

মিশরের কায়রো, গিজা, আলেকজান্দ্রিয়া, কাফর এল-শেখ, বাড়াবিয়া এবং দাকাল্লিয়াহসহ বিভিন্ন প্রদেশে অভিযানকালে সরকারি কর্মকর্তাদের আটক করা হয়েছে।

এপি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাণিজ্য সম্প্রসারণে মিশর-বাংলাদেশ বৈঠক 
মিশরে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
নেশনস কাপে মিশরের সৌভাগ্যের আশায় গরু কোরবানি
X
Fresh