• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফিলিপিন্সে ভূমিধস ও বন্যায় নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৩২

মৌসুমী ঝড়ের প্রভাবে ফিলিপিন্সে ভূমিধস ও বন্যায় প্রায় ৯০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। দেশটির পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

কর্মকর্তারা জানাচ্ছেন, শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৬৪ জন নিখোঁজ রয়েছে।

স্থানীয় একজন কর্মকর্তা রায়ান ক্যাবাস বলেছেন, কৃষিকাজই প্রধান এমন একটি গ্রামে ভূমিধসের ঘটনায় কতজন হতাহত হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারিনি আমরা।

তিনি বলেন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ফিলিপিন্সের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ওই ঝড়টি সুলু সাগরের ওপর শক্তিশালী হয় ও দমকা হাওয়াসহ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে পশ্চিমাঞ্চলের দিকে সরে যাচ্ছে।

আজ শনিবার দুপুর নাগাদ ওই ঝড়টি সমুদ্রের দিকে সরে যাবে এবং সোমবার আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

জরুরি উদ্ধারকর্মী, সৈন্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

ফিলিপিন্সে প্রতিবছর প্রায় ২০টি টাইফুন আঘাত হানে। এর আগে গেলো সপ্তাহে দেশটিতে একটি টাইফুন আঘাত হানলে ৪৬ জন নিহত হয়েছে।

২০১৩ সালে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে প্রায় আট হাজার লোক নিহত হয়। আর গৃহহীন হয় দুই লাখ মানুষ।

এ/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
X
Fresh