• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের প্রথম খাড়া রেল লাইন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:১৫

ভয়াবহ সুন্দর! এটির জন্য সম্ভবত এই বিশেষণই মানায়। বলছি, সুইজারল্যান্ডের খাড়া রেল লাইনের কথা। যেটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম খাড়া রেল লাইন৷

শুধু সৌন্দর্য নয়, এই রেল লাইনে চড়ে ভ্রমণ উপভোগ করলে আপনি হবেন দুঃসাহসী। কারণ একেবারে সরু দঁড়ির মতো এই রেল লাইন পাহাড়ের ফাঁক ও নদীর ওপর দিয়ে নিয়ে যাবে আপনাকে গন্তব্যস্থলে৷

এতো সব বর্ণনা শুনে যদি ট্রেনে চড়ার লোভ পেয়ে বসে আপনাকে, তাহলে জেনে রাখুন এর জন্য যেতে হবে সুইজারল্যান্ডে।

দেশটির স্টুসে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে এই রেল লাইন৷

এই ট্রেনের যাত্রী হলে একদিকে যেমন প্রকৃতির অপরূপ শোভার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি৷ পাশাপাশি আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন৷ আর মনে মনে যদি সুপ্ত ইচ্ছে থাকে আপনার৷ তাহলে এই ট্রেনে চাপলে কিন্তু আপনার সেই আশা পূরণ হবে অনেকটাই৷

সুইজ প্রেসিডেন্ট ডরিস লিউথার্ড জানিয়েছেন, প্রায় ১৩০০ মিটার লম্বা এই রেল লাইন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫২.৬ বিলিয়ন ডলার৷ স্কিউজ সংস্থা এই রেল লাইনটি এবং ট্রেনগুলো তৈরির দায়িত্বে রয়েছে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে এই রেল লাইনটি প্রায় ৪৩০০ ফুট উঁচুতে৷ পাঁচ বছর ধরে তৈরি করা হয়েছে এই বিশেষ রেল লাইনটি৷

দেশটির রেলওয়ের মুখপাত্র ইভান স্টেইনার বলেছেন, এই রেল লাইন সুইসবাসীর জন্য গর্বের বিষয়৷

আগামীকাল রোববার থেকেই এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে৷ ১৪ বছর আগে এমন একটি পরিকল্পনা নেয়া হয়েছিল৷ প্রতি সেকেন্ডে ১০ মিটার যাবে এই ট্রেন৷

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইজারল্যান্ডে ১৫ ট্রেনযাত্রীকে বাঁচাতে জিম্মিকারীকে হত্যা
সুইজারল্যান্ডের কথা বলে শুটিং হয় বুড়িগঙ্গার তীরে : সাইমন
X
Fresh