• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

আবু দিসকে ফিলিস্তিনের রাজধানী প্রস্তাব সৌদি আরবের!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১২:০৬

ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম নয় বরং আবু দিস শহরকে বেছে নেয়ার প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। দেশটি বলছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনের জন্য এই প্রস্তাব দিয়েছে তারা। খবর মিডলইস্ট মনিটর ও নিউইয়র্ক টাইমসের।

গেলো নভেম্বরে রিয়াদ সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এই প্রস্তাব দেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এ প্রস্তাব মেনে নেয়ার জন্য ফিলিস্তিনকে দুই মাসের সময়ও বেঁধে দেয় সৌদি সরকার।

সৌদির ওই প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীর ও গাজার মধ্যে একটি আংশিক রাষ্ট্র পাবে ফিলিস্তিন। যেখানে তাদের আংশিক সার্বভৌমত্ব থাকবে। একইসঙ্গে পশ্চিম তীরে ইহুদীরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে থাকবে।

একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি আরবের এই পরিকল্পনা কোনো ফিলিস্তিনি নেতার পক্ষে মেনে নেয়া সম্ভব না।

তবে সৌদি আরব, ফিলিস্তিনি সরকার এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাবের বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এরই মধ্যে এই প্রস্তাবের ঘটনায় ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনিরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে #জেরুজালেমইজদ্যক্যাপিটালঅবপ্যালেস্টাইন হ্যাশট্যাগটি ব্যবহার করছেন।

উল্লেখ্য, গেলো ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম দেশগুলোতে।

এন/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী
ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের
সৌদি আরবে এ বছর হজযাত্রীদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সি
X
Fresh