• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সিঙ্গাপুরে যুদ্ধবিমান বিধ্বস্ত

আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৬:৫৫
যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলীয় সামরিক বিমানঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

বুধবার (৮ মে) সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তেনগাহ বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই তা বিধ্বস্ত হয়। তবে বিমানের পাইলট সফলভাবে বেরিয়ে আসতে পেরেছেন।

বিমানটির পাইলটের চেতনা আছে এবং তিনি হাঁটতে পারছেন। বর্তমানে তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অন্য কোনো কর্মকর্তা আহত হননি বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি উড্ডয়নের সময় সমস্যার সম্মুখীন হয়েছিল। তাই পাইলট জরুরি প্রক্রিয়া মেনে পদক্ষেপ গ্রহণ করেছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।

সিঙ্গাপুরে দক্ষিণ পূর্ব এশিয়ায় অত্যাধুনিক বিমানবাহিনী রয়েছে এবং দেশটিতে এই ধরনের দুর্ঘটনা প্রায় বিরল।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন জাওয়াদের মা
নায়ক ফারুক চলে যাওয়ার এক বছর আজ
সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিধ্বস্ত যুদ্ধবিমান উদ্ধার
X
Fresh