• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ছয় শিশুসহ আরও ৯ জনকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ২৩:২৫
ছয় শিশুসহ আরও ৯ জনকে হত্যা করল ইসরায়েল
ছবি : সংগৃহীত

দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়ে ছয় শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।

শুক্রবার (১৯ এপ্রিল) রাফাহ শহরের পশ্চিম তেল সুলতান পাড়ার একটি আবাসিক ভবনে এ হামলা চালায় দখলদার ইসরায়েল। খবর এপি

হামলার পর ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালতে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস। পাশপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

দখলদারদের এমন হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ। ২২৯টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় যুদ্ধ বন্ধ না হলে চুপ করে থাকব না: কমলা হ্যারিস
ইসরায়েলি হামলায় আরও ১৪১ ফিলিস্তিনি নিহত
হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী
হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নিহত