• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরিটিভ নিউজ

  ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৬
ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট, ইয়াসির আরাফাত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকার ওই বাড়িটি ধ্বংসের খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন বা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে।

বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতিফ আবু সাঈফ বলেছেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যেই বাড়িটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় আরও জানায়, ওই বাড়িতে ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বসবাস করেছেন ইয়াসির আরাফাত। সেখানে তার ব্যক্তিগত ও পারিবারিক অনেক জিনিসপত্র ছিল। শুধু তাই নয়, গাজায় তার উপস্থিতির সময় ফিলিস্তিনি জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে বাড়িটি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাফাহতে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল, ২১ ফিলিস্তিনি নিহত
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং
ইসরায়েলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ 
‘ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে’
X
Fresh