• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

এবার ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে শক্ত অবস্থানে সৌদি আরব

আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০
সৌদি আরব ও ফিলিস্তিন
ফাইল ছবি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না বলে যুক্তরাষ্ট্রকে পরিষ্কার জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইহুদিবাদী ইসরায়েল। তবে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমের সীমান্তে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে সৌদি আরব।

এর আগে, মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেন, সৌদি আরব এবং ইসরায়েল তাদের সম্পর্ককে স্বাভাবিক করতে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক। এ বিষয়ে বাইডেন প্রশাসন ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

এরপরই বুধবার পাল্টা বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সৌদি আরব। এতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরবির করা মন্তব্যের আলোকে ফিলিস্তিন ইস্যুতে ওয়াশিংটনের কাছে নিজেদের অবিচল অবস্থান নিশ্চিত করার জন্য সৌদি আরব এই বিবৃতি জারি করেছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে সৌদির প্রতিবেশী আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এ ছাড়া মরক্কো ও সুদানও সেসময় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করেছিল।

এরপর থেকে ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্কের বিষয়ে নানান আলোচনা চলছে। অবশ্য স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হবে না বলে গত জানুয়ারিতেও জানিয়েছিল সৌদি আরব।

সেসময় সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ জানান, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিরা সম্পূর্ণ আলাদা, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র না পাচ্ছে, ততদিন ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাফাহতে ভয়াবহ হামলা চালাল ইসরায়েল, ২১ ফিলিস্তিনি নিহত
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং
ইসরায়েলে আল-জাজিরার সম্প্রচার বন্ধ 
‘ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে’
X
Fresh