• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

হামলা চলবে, পাল্টাপাল্টি হুঁশিয়ারি হুথি ও যুক্তরাষ্ট্রের 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৪, ১৪:০৭
হামলা চালিয়ে যাওয়ার পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে  হুথি ও যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে হুথি ও যুক্তরাষ্ট্র।

সর্বশেষ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের ওপর পঞ্চম দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যে হুথিরা লোহিত সাগরে হামলা বন্ধ না করলে মার্কিন বাহিনী অভিযান অব্যাহত রাখবে। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে হুথিরাও। খবর এএফপির।

সর্বশেষ হামলার ব্যাপারে মার্কিন বাহিনীর পক্ষ থেকে থেকে বলা হয়েছে, তারা হুথিদের দুইটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে। এসব দিয়ে তারা লোহিত সাগরে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

শুক্রবার (১৯ জানুয়ারি) এক ব্রিফিংয়ে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা হুথিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমাদের নেওয়া পদক্ষেপগুলো প্রতিরক্ষামূলক।

এদিকে রুশ পত্রিকা ইজভেৎসিয়াতে দেওয়া এক সাক্ষাৎকারে মোহামেদ আল বুখাইতি নামে হুথির এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেছেন, রাশিয়া ও চীনের জাহাজগুলো আমাদের হাত থেকে নিরাপদ। অন্যান্য দেশের জাহাজগুলোতেও আমাদের হামলা করার কোনো ইচ্ছা নেই। এমনকি লোহিত সাগরে সব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেও আমরা প্রস্তুত। তবে, ইসরায়ের সঙ্গে সম্পর্ক আছে এমন সব জাহাজের উপর হামলা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত
যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার কারণ খোলাসা করলেন পাপন
X
Fresh