• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বেক্সিটে চাকরি হারাতে পারে আর্থিক খাতের ৭৫ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ অক্টোবর ২০১৭, ১৭:২৯

ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পর আর্থিক খাতের ৭৫ হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে বলে আভাস দিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।

আজ মঙ্গলবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, আগামী ২০১৯ সালের মধ্যে ব্রিটেন ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।

বিবিসির অর্থনৈতিক সম্পাদক কামাল আহমেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকটির ঊর্ধ্বতন পর্যায় থেকে এ সংখ্যা জানা গেছে। তবে এ চিত্র বদলাতে পারে। এ খাতে আরো বেশি মানুষ চাকরি হারাতে পারে।

বার্তা সংস্থাটি জানায়, এই চিত্রটা ব্রিটেন ও ইইউ এর মধ্যকার সম্পর্কের ওপর নির্ভর করছে।

ব্যাংক অব ইংল্যান্ড অবশ্য এ ব্যাপারে সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি।

তবে রয়টার্সের এক জরিপে বলা হয়, ইইউ বাজারে যদি ব্রিটেনকে অনুমতি না দেয়া হয়, তবে আগামী কয়েক বছরে ব্রিটেনের প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাবে অথবা তাদের জন্য অন্যত্র চাকরির ব্যবস্থা করতে হবে।

বিবিসি জানায়, কেন্দ্রীয় ব্যাংক মনে করে, বেক্সিটের প্রথম দিনেই শুধু ১০ হাজার মানুষ চাকরি হারাবে।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটেনে গির্জাকে ১০০ বিলিয়ন পাউন্ড ‘জরিমানা’
ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ব্রিটিশ এমপিরা
X
Fresh