ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার
ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। তাই জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন তিনি।
সোমবার (৫ ফেব্রয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাকিংহাম প্রাসাদ। তবে তার কী ক্যানসার হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।
বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব তিনি আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন।
গত মাসে তিন রাত হাসপাতালে কাটিয়েছেন চার্লস। সে সময় তার প্রোস্টেটের চিকিৎসা করা হয়। হাসপাতালে চিকিৎসাকালে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয় বলেও জানিয়েছে বাকিংহাম প্রাসাদ।
প্রসঙ্গত, মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের।
মন্তব্য করুন
রাসূল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা
মহানবি মুহাম্মদ (সা.)-এর সমাধি পবিত্র রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। ওই নির্দেশনায় বলা হয়েছে এখন থেকে মহানবি মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। সেই সঙ্গে বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না।
শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক্স পোস্টে এ তথ্য জানায়।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, রওজা শরিফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না।
এ ছাড়া জিয়ারতের সময় এক ঘণ্টায় সীমিত রাখা হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো অপেক্ষার সময় কমানো এবং ভিড় এড়িয়ে জিয়ারতকারীদের জন্য একটি সহজ ও সুশৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করা।
নতুন নির্দেশনার আওতায় রওজা শরিফ জিয়ারতের জন্য বছরে একবারের বেশি সুযোগ পাবেন না মুসল্লিরা। এই নিয়মটির মাধ্যমে বৃহত্তর সংখ্যক মুসলিমকে রওজা শরিফ জিয়ারতের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ১ কোটি মুসলিম রওজা শরিফ জিয়ারত করেছেন, যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, বিশ্বব্যাপী মুসলিমদের ক্রমবর্ধমান আগ্রহ ও ভ্রমণ সহজলভ্য হওয়ায় রওজা শরিফ জিয়ারতকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
বিশ্বজুড়ে মুসলিমদের জন্য রওজা শরিফ জিয়ারত একটি পবিত্র আকাঙ্ক্ষা। তবে অতিরিক্ত ভিড় এবং প্রশাসনিক জটিলতা মোকাবিলা করতে গিয়ে সৌদি সরকার বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। নতুন এই নির্দেশনা সেই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, আমরা চাই প্রত্যেক মুসলিম যেন সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে রওজা শরিফ জিয়ারত করতে পারেন। এই নিয়ম শুধু ভিড় কমানো নয়, বরং জিয়ারতের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করার জন্য।
সৌদি সরকারের এই নতুন নির্দেশনা মুসলিম বিশ্বের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে এ নিয়মকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখছেন, আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে কেন বছরে একবারের বেশি জিয়ারতের সুযোগ সীমিত করা হলো।
বিশ্বব্যাপী মুসলমানদের জন্য রওজা শরিফ জিয়ারত এক অনন্য অনুভূতির জায়গা। এই নতুন নিয়ম নিয়ে যেকোনো সমন্বয় ও পরিবর্তন যেন তাদের জন্য সহজ এবং গ্রহণযোগ্য হয়, সেদিকে সৌদি সরকারের নজর থাকবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সৌদি সরকারের হিসাবে চলতি বছর এক কোটির বেশি মুসলিম রওজা জিয়ারত করেছেন, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি।
আরটিভি/এফআই
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশেরও বেশি কমেছে। চীনের দুর্বল চাহিদা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে জ্বালানি তেলের দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৬ নভেম্বর) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৭১ দশমিক শূন্য ৪ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে ৬৭ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় চার শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে প্রায় পাঁচ শতাংশ।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস শুক্রবার দেখিয়েছে, অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলো গত এক বছরে আগের তুলনায় ৪.৬ শতাংশ কম অপরিশোধিত প্রক্রিয়া করেছে। দেশটির তেল শোধনাগারগুলোর উৎপাদন গত মাসে অনেক কমে গেছে, যা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত আমদানিকারকদের উদ্বিগ্ন করে তুলেছে।
একই প্রতিবেদনে দাবি করা হয়, অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলো এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম প্রক্রিয়াকরণ করেছে। কারণ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে ও ছোট স্বাধীন শোধনাগারগুলোতে অপারেটিং হার হ্রাস পেয়েছে। তাছাড়া গত মাসে চীনের কারখানার উৎপাদন প্রবৃদ্ধি ধীর হয়েছে। পাশাপাশি সমস্যা কাটেনি প্রোপার্টি সেক্টরেও।
আরটিভি/কেএইচ/এআর
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, কমতে পারে দেশেও
মার্কিন নির্বাচনের পর শুক্রবার দাম বাড়ার পর শনিবার বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় দামি এই ধাতুটির দাম কমতে পারে।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল প্রতি আউন্স ২ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে। শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৫৭০ দশমিক ৬৬ ডলার।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির পক্ষে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। এই কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, তাতে দেশের বাজারেও দাম কেমানো লাগবে। এর কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘আমার স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমলে স্বাভাবিকভাবেই দাম কমানো সিদ্ধান্ত নেওয়া হয়। আবার পাকা স্বর্ণের দাম বাড়লে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারের দামের চিত্র পাকা স্বর্ণের দামে প্রভাব ফেলে।’
আরটিভি/এসএপি-টি
ধেয়ে আসছে সুপার ঘূর্ণিঝড়, কত কিমি বেগে হানতে পারে আঘাত
সুপার ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে এশিয়ার দক্ষিণপূর্ব অঞ্চলের দেশ ফিলিপাইন। ম্যান-ই নামের সুপার ঘূর্ণিঝড়টি দেশটিতে ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।
শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যান-ই ফিলিপাইনের লুজন দ্বীপের পূর্বাঞ্চলে ১৮৫ কিলোমিটার বেগে এটি আঘাত হানতে যাচ্ছে। রাজ্যটিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ ক্যাটান্ডুয়ানস। বর্তমানে ঝড়টি ক্যাটান্ডুয়ানস থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। শনিবার রাতে বা রোববার সকালে এটি আছড়ে পড়তে পারে।
ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রধান এরিয়েল নেপোমুসেনো বলেন, ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ মানার অনুরোধ করছি। ম্যান-ইর প্রভাবে বন্যা ও জলোচ্ছ্বাস সৃষ্টি করতে পারে। ভূমিধস-প্রবণ এলাকার বাসিন্দাদের জন্য এটি আরও বিপজ্জনক হতে পারে। এ ছাড়া এর প্রভাবে ঝড়ের ঢেউ ১০ মিটার পর্যন্ত পৌঁছতে পারে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা ডিজেডআরএইচ বলেন, আক্রান্তের সম্ভাবনা আছে এমন ছয়টি প্রদেশ থেকে পাঁচ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে। ডজনখানেক ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরটিভি/এসএপি-টি
পরীক্ষায় ফেল করে রাগে স্কুলে হামলা, নিহত ৮
চীনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) চীনের ইয়িংশি প্রদেশের একটি কারিগরি স্কুলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ২১ বছরের এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ওই ছাত্রের এ বছর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষায় ফেল করে। একারণে ক্ষিপ্ত হয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে।
প্রসঙ্গত, চীনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হলেও ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক মাসে দেশটিতে আরও কয়েকটি হামলার ঘটনা ঘটে। অক্টোবর মাসে শাংহাইতে একটি সুপারমার্কেটে ছুরি নিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তি তিনজনকে হত্যা করেন। তবে এক সঙ্গে ৮ জনের মৃত্যুর ঘটনা বিরল।
আরটিভি/এসএপি
সন্তানকে বিড়ালের খাঁচায় বন্দি করে নির্যাতন করতেন মা, অতঃপর...
বিড়ালের খাঁচায় বন্দি করে তিন বছরের শিশুকে নির্যাতনের দায়ে মাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর দায়রা আদালত। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই শিশুর মায়ের বান্ধবী আদিবা মোহাম্মদ জাইনিকে (৩৫) তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দায়রা আদালতের বিচারক সিতি শাকিরাহ মোহতারুদ্দিন এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাত ৮টা ১৬ মিনিটে কুয়ালালামপুরের তামান দানাউ ডেসারের একটি অ্যাপার্টমেন্টে এই অপরাধ সংঘটিত হয়। বিড়ালের খাঁচায় বন্দি করে শিশুটিকে নির্যাতনের যৌথ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দুই নারী।
এ ছাড়া গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৫৮ মিনিটে একই স্থানে সন্তানকে সেলোফেন টেপ দিয়ে পেঁচিয়ে রাখার দ্বিতীয় অভিযোগেও দোষী সাব্যস্ত হন মা। আদালত তাকে একই সাজা দেন এবং দুই সাজা একসঙ্গে চালানোর নির্দেশ দেন।
আরটিভি/একে
জমজমের পানি পানে নতুন নির্দেশনা
সৌদি আরবে হজ ও ওমরাহ করতে যাওয়া মানুষদের জন্য নির্ধারিত পাত্র থেকে জমজমের পানি পানের সময় কী কী করতে হবে সে ব্যাপারে দেশটির সরকার কিছু নির্দেশনা জারি করেছে। সৌদি আরবের দুই পবিত্রতম স্থান মক্কা ও মদিনায় এ নির্দেশনাগুলো প্রযোজ্য হবে।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে এবং এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন।
তারা আরও বলেছে, এই পানি পানের সময় জায়গা পরিষ্কার রাখার স্বার্থে মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অযু না করতেও অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত জায়গায় পানি পানের পর কাপগুলো যথাস্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভীড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্যও মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এদিকে ওমরাহ পালন করতে প্রতিদিনই মক্কায় ভিড় করেন হাজার হাজার মুসল্লি। ওমরাহ শেষে বেশিরভাগই মদিনার মসজিদে নববীতে যান।
সূত্র: গালফ নিউজ
আরটিভি/একে