• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ অক্টোবর ২০১৭, ১০:২৯

সৌদি আরব জানিয়েছে, সেখানকার নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেয়া হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে ২০১৮ সালের প্রথম দিক থেকে পরিবারগুলোকে স্টেডিয়ামে বসে খেলো দেখার অনুমতি দেয়া হবে। খবর বিবিসির।

সম্প্রতি সৌদি সরকার দেশটির নারীদের কিছু বিষয়ে স্বাধীনতা দেয়ার ঘোষণা দেয়। স্টেডিয়ামে বসে খেলা দেখা সেটিরই ধারাবাহিকতা।

এর আগে গেলো মাসে সৌদি নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন, দেশটির নাগরিকরা যাতে দেশের ভেতরেই বিনোদন উপভোগ করতে পারে সেজন্য দেশের অর্থনীতি চাঙ্গা করা হবে। এসব পদক্ষেপ তারই ধারাবাহিকতা।

অতি রক্ষণশীল সৌদি আরবের সমাজে নারীদের উপর নানা ধরনের কড়া বিধিনিষেধ আছে। কর্তৃপক্ষ বলছে, যেসব স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেয়া হচ্ছে সেখানে রেস্টুরেন্ট, ক্যাফে এবং বড় পর্দা বসানো হবে।

গেলো মাসে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে রিয়াদের একটি স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেয়া হয়েছিল।

সৌদি আরবে অভিভাবকত্বের নিয়ম অনুযায়ী নারীরা যদি পড়াশোনা, ভ্রমণ কিংবা অন্যান্য কাজে যেতে চায় তাহলে পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি নিয়ে যেতে হয়। এসব পুরুষ সদস্যদের মধ্যে রয়েছে বাবা, স্বামী এবং ভাই।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গেলো সপ্তাহে বলেছিলেন, সৌদি আরব একটি মধ্যপন্থী ইসলামিক দেশ হবে যেখানে সব ধর্মের প্রতি সহিষ্ণুতা থাকবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিপক্ষের জালে সাবিনা-মারিয়াদের ১৯ গোল
সৌদি সরকারের অনুমতি ছাড়া হজ করলে পাপ হবে!
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
X
Fresh