• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার মতো তথ্য দিলে এক কোটি ডলার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৭, ১৯:০৭

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা যেতে পারে এমন তথ্যের বিনিময়ে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছেন মাসিক পর্নোগ্রাফি ম্যাগাজিন হাসলারের প্রকাশক ল্যারি ফ্লিন্ট।

রোববার আমেরিকান গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রথম পৃষ্ঠায় দেয়া বিজ্ঞাপনে তিনি এ পুরস্কার ঘোষণা করেছেন। তথ্য প্রদানকারীর জন্য একটি হটলাইন ফোন নম্বর এবং একটি ইমেইল অ্যাড্রেসও দেয়া হয়েছে বিজ্ঞাপনে।

পুরো পৃষ্ঠার এ বিজ্ঞাপনের কোথাও কোনো ছবি নেই। বড় বড় অক্ষরে লেখা, ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ক্ষমতাচ্যুত করার মতো তথ্যের বিনিময়ে এক কোটি ডলার।

ল্যারি ফ্লিন্ট সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের সমর্থক ছিলেন। তিনি বলেছেন, দেরি হওয়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো দরকার। আর এটি করা সকল মার্কিন নাগরিকের দায়িত্ব।

তার মতে, বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানো, বর্ণবাদী গোষ্ঠীদের উসকানি দিয়ে সংঘাতের সৃষ্টি করা, মিথ্যে কথা বলা, স্বজনপ্রীতিসহ বেশ কয়েকটি কারণে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা উচিত।

এর আগেও তিনি এমন বিজ্ঞাপন ছেপেছেন। কিন্তু এবারের বিজ্ঞাপনটি ব্যতিক্রমধর্মী এই কারণে যে তাতে তিনি বিশাল অর্থের পুরস্কার ঘোষণা করেছেন।

এপি/কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি’
মোবাইল ডাটা দ্রুত শেষ না হওয়ার উপায়
‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতে যা বললেন মিথিলা
পরিবেশ সাংবাদিকতার সুরক্ষায় প্রতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
X
Fresh