• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে কারখানায় আগুনে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর ২০১৭, ১৭:১৮

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কাঠের সামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন আরো ৩ জন । শনিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির দমকল বিভাগের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের দমকল বিভাগের এক টুইটে জানানো হয়, রিয়াদের বদর জেলার একটি কাঠের সামগ্রী তৈরির কারখানায় শনিবার রাতে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুনে ১০ জন মৃত্যুর খবর জানালেও হতাহতদের পরিচয় প্রকাশ করেনি সৌদি দমকল বিভাগ। এছাড়া আগুন লাগার কারণ সম্পর্কে এ পর্যন্ত কিছু জানায়নি তারা।

তবে কারখানায় আগুন ছড়িয়ে পড়ার ছবি প্রকাশ করে দমকল বিভাগ জানায়, রাতভর চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইলের এক পেট্রোক্যামিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছিলেন। গুরুতর আহত হয়েছিলেন ১১ জন। এছাড়া দেশটিতে গত বছরের আগস্টে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিল।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব কারণে সুন্দরবনে আগুন
সুন্দরবনে অগ্নিনির্বাপণ কাজে বিমানবাহিনীর অংশগ্রহণ
সৌদিফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা, অস্ত্র নিয়ে থানায় হাজির স্বামী
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও যেকোনো সময় জ্বলে উঠার আশঙ্কা
X
Fresh