• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিজের আগুনেই ছাই হবেন ট্রাম্প: কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ১৮:১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের যে মশাল জ্বালিয়েছেন এবার সেই আগুনে ছাই হবেন তিনি। এমন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং হো ।

বুধবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে একটি রুশ গণমাধ্যম।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোরিয়ান পেনিনসুলাতে উত্তেজনা চলছে। চলতি বছর উত্তর কোরিয়া ছয়টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যার মধ্যে একটি হাইড্রোজেন বোমার পরীক্ষা ছিল। উত্তর কোরিয়া হুমকি দিয়ে আসছে, দেশটি এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে সামর্থ্য রাখে যেটা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের কাছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাই ইয়ং হো বলেন, তার দেশের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে, তাই এ নিয়ে কোনো ছাড় নেই।

রাই ইয়ং হো বলেন, ‘জাতিসংঘে ট্রাম্প তার আক্রমণাত্মক ও কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে যুদ্ধের মশাল জ্বালিয়ে দিয়েছেন, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এখন আমাদেরকে পাল্টা জবাব দিতে হবে এবং সেটা কথা নয় আগুনের গোলায়।’

কিম জং উনের এই পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা প্রায় আমাদের যাত্রার শেষ গন্তব্যে পৌঁছেছি এবং সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে ক্ষমতার ভারসাম্যে চলে আসা।’

দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় না দেয়ার কথা ঘোষণা করে তিনি বলেন, ‘আমাদের মূল বিষয় হলো- পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় বসতে আমরা সম্মত নই।’

উল্লেখ্য, এর আগে জাতিসংঘে দেয়া ট্রাম্পের বক্তব্যকে ‘কুকুরের ঘেউ ঘেউ’ বলেছিলেন রাই ইয়ং এবং মার্কিন প্রেসিডেন্টকে ‘শয়তান প্রেসিডেন্ট’ (প্রেসিডেন্ট এভিল) বলেছিলেন হো।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh