• ঢাকা রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
logo

আমিও গরুর মাংস খাই, বললেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪২
মেঘালয়ের বিজেপি নেতা আর্নেস্ট মাওরি (ছবি : সংগৃহীত)

ভারতে গরু জবাই আর গরুর মাংস খাওয়া বন্ধে যখন সোচ্চার ক্ষমতাসীন দল বিজেপি, ঠিক সেই সময় দলটির মেঘালয়ের এক সিনিয়র নেতা বললেন উল্টো কথা।

বিজেপি মেঘালয় রাজ্যপ্রধান আর্নেস্ট মাওরি বলেছেন, আমিও গরুর মাংস খাই। এতে কোনো নিষেধাজ্ঞা নেই। এটা মেঘালয়। মানুষের জীবনধারা, কেউ এটিকে আটকাতে পারবে না। ভারতেও এমন কোনো নিয়ম নেই। কিছু রাজ্য আইন পাস করেছে। কিন্তু মেঘালয়ে আমাদের কসাইখানা আছে। সেখানে গরু, শুকর নিয়ে যায় সবাই। খবর এনডিটিভির।

তিনি বলেন, ভারতের অন্য রাজ্যগুলোর গৃহীত রেজল্যুশনের বিষয়ে আমি কোনো বিবৃতি দিতে পারি না। আমরা মেঘালয়ে আছি। সবাই এখানে গরুর মাংস খায়। এখানে কোনো নিষেধাজ্ঞা নেই।

আর্নেস্ট মাওরি বলেন, মেঘালয় রাজ্যের কিছু রাজনৈতিক দল অভিযোগ করে আসছে যে বিজেপি একটি খ্রিস্টানবিরোধী দল। তবে বিজেপি নেতা আর্নেস্টের মতে, এমনটা মোটেই নয়। এটি কেবল রাজনৈতিক প্রচার।

তিনি দাবি করেন, বিজেপি সরকার বেশ অনেক দিন ধরেই ভারতের ক্ষমতায় রয়েছে। কিন্তু কখনই গির্জায় হামলার মতো কোনো ঘটনা ঘটেনি। মেঘালয় একটি খ্রিস্টান-অধ্যুষিত রাজ্য, এখানে সবাই চার্চে যায়।

যখন ভারতে আসামের মতো বিজেপি শাসিত রাজ্যগুলো গরু জবাই, পরিবহন ও গরুর মাংস বিক্রি নিয়ন্ত্রণের জন্য আইন পাস করেছে এবং আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে হিন্দু-অধ্যুষিত অঞ্চলে গরুর মাংস খাওয়া বন্ধ করতে বলেছেন, এ সময় মেঘালয়ের বিজেপি নেতার বক্তব্য আলোচনার খোরাক তৈরি করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh