• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে টর্নেডোর আঘাত, নিহত বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৩, ১৭:৪৫

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য মিসিসিপি, অ্যালাবামা ও জর্জিয়ায় আঘাত হেনেছে টর্নেডো। এতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মিসিসিপি থেকে অন্তত পাঁচটি টর্নেডো অ্যালাবামা-জর্জিয়া পার হয়ে আটলান্টিকের উপকূলের দিকে গেছে। এসব ঝড়ের মধ্যে একটির গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার। বাকিগুলোর গতিবেগও ছিল ঘণ্টায় ১৫০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে।

ঝড়ের তাণ্ডবে মিসিসিপি, অ্যালাবামা ও জর্জিয়ার বিভিন্ন এলাকায় মৃত্যুসহ ধ্বংস হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি এবং তিন অঙ্গরাজ্যের কয়েক লাখ মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

এ বিষয়ে জর্জিয়া সীমান্তবর্তী অ্যালাবামার সেলমা জেলার প্রশাসক বুস্টার বারবার রয়টার্সকে জানান, টর্নেডোর আঘাতে জেলার বেশ কিছু এলাকা রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের ভেতরে আরও কোনো মৃতদেহ আটকে আছে কিনা নিশ্চিত হতে উদ্ধারকারী বাহিনীর সদস্যরা তৎপরতা চালাচ্ছে।

জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প জানিয়েছেন, টর্নেডোতে তার অঞ্চলে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জন নিহত হয়েছে মিসিসিপি অঙ্গরাজ্যে।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিজের তথ্য অনুযায়ী, টর্নেডোতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে অ্যালাবামা অঙ্গরাজ্যে। রাজ্যের ছয় জেলা আটাউগা, চেম্বার্স, কুসা, ডালাস, এলমোর ও তাল্লাপুসায় জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর কেই আইভি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সিরিজ মাঠে গড়ানো নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র
দেশে ফিরেছেন সেনাপ্রধান
৩০ ছাত্রকে যৌন নিপীড়ন, যুক্তরাষ্ট্রের তথ্যে শিক্ষক গ্রেপ্তার
রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি
X
Fresh