• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ইউক্রেনের স্কুলে বিমান হামলায় ৬০ জন নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২২, ১৭:৫৭
ইউক্রেনের স্কুলে বিমান হামলায় ৬০ জন নিহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চালের একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের স্থানীয় সময় শনিবার (৭ মে) ভোরে দেশটির লুহানস্ক অঞ্চলে এ ঘটনা ঘটে।

ওই আঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হায়েদে বলেন, একটি রুশ বিমান বিলোহোরিভকা গ্রামের স্কুলে বোমা ফেলে। এতে গোটা স্কুলে আগুন ধরে যায়। এতে সম্ভবত ৬০ জন মারা গেছেন।

এদিকে স্কুলে বোমা হামলায় বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। সূত্র: সিএনএন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেলের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
এক পরিবারের ১৩ শিশুর প্রাণ কেড়ে নিলো ইসরায়েল
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
X
Fresh