• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

রেলের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া

আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ১৭:২৯
রেলের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া
ছবি : সংগৃহীত

রেলের সার্বিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বড় বড় স্থাপনা নির্মাণে রাশিয়ার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা বাংলাদেশে রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি রেলমন্ত্রীকে রাশিয়ার বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শনে আমন্ত্রণ জানান।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপক্ষীয় স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি বলেন, রাশিয়া আমাদের অনেক বড় উন্নয়ন অংশীদার। রাশিয়ার অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান আছে। তারা আমাদের অনেক প্রকল্পে সাহায্য করছে এবং ভবিষ্যতে এ সাহায্য অব্যাহত থাকবে বলে আশা করি।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যে তথ্য সামনে এলো
যেভাবে দেখবেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ
এবার লোৎসে পর্বতে লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী 
X
Fresh