• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সুদানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১৬৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২২, ১১:৫৮
সুদানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১৬৮
ছবি: সংগৃহীত

সুদানের আরব ও স্থানীয় বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯৮ জন।

রোববার (২৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, বৃহস্পতিবার দেশটির যুদ্ধবিধ্বস্ত পশ্চিম দারফুর প্রদেশের ক্রেইনিকে অজ্ঞাত ব্যক্তির বন্দুক হামলায় দুজন নিহত হন। এর জেরেই সেখানে আরব ও স্থানীয় বংশোদ্ভূতদের মধ্যে দাঙ্গা শুরু হয়। এতেই এই হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের ওপরও হামলা চালানো হয়।

সুদানের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই আরব বংশোদ্ভূত। বাকি ৩০ শতাংশ বিভিন্ন জাতিগোষ্ঠীর।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে সুদানের এ অঞ্চলটিতে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। মূলত জমি, পশুপালন ও জলাধারের দখল নিয়ে এ সংঘাত চলে আসছে। সূত্র : আলজাজিরা

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
কসবায় ছুরিকাঘাতে কৃষক হত্যা, গ্রেপ্তার ২
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
X
Fresh