• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

চীনা পর্যটকদের ভিসা বাতিল করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ এপ্রিল ২০২২, ১৭:২১
চীনা পর্যটকদের ভিসা বাতিল করল ভারত
ছবি : সংগৃহীত

চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা বাতিল করেছে ভারত। বিশ্ব বিমান সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২৪ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রায় ২২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০২০ সালের শুরুর দিকে করোনার কারণে তারা ভারতে ফিরে আসলেও পরে আর চীনে যাওয়ার অনুমতি পায়নি। সে কারণে তারা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে সশরীরে ক্লাস করতে পারছেন না।

যদিও ভারত সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের চীনে প্রবেশের অনুমতি দিতে বারবার অনুরোধ করা হয়। কিন্তু তাদের চীনে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। বেইজিংয়ের এমন আচরণের প্রতিক্রিয়ায় ভারত এই পদক্ষেপ নিলো।

ভারতের জারি করা এক বিবৃতির বরাত দিয়ে আইএটিএ জানায়, চীনের নাগরিকদের ইস্যু করা পর্যটন ভিসা আর বৈধ নয়। এতে আরও বলা হয়েছে, ভুটান, মালদ্বীপ এবং নেপালের নাগরিকরা ভারতে প্রবেশের অনুমতি পাবেন।

আইএটিএ আরও জানিয়েছে, ১০ বছর মেয়াদের ট্যুরিস্ট ভিসা আর বৈধ নয়। আইএটিএ হলো বিশ্ব বিমান সংস্থা। এর প্রায় ২৯০ টি সদস্য রয়েছে, যা বিশ্বব্যাপী প্রায় ৮০ শতাংশ এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ করে।

সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের স্বস্তি দিতে ক্লাসরুম হয়ে গেল ‘সুইমিং পুল’
বৃষ্টি আইনে ভারতের কাছে হারল বাংলাদেশ
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরলেন ২০ বাংলাদেশি
সিলেটে বৃষ্টি, বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ
X
Fresh