• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

ইউক্রেন সংকট : নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২২, ১২:২৬
ইউক্রেন, সংকট, নিরাপত্তা, পরিষদে, বৈঠক, ডাকল, যুক্তরাষ্ট্র,  
ফাইল ছবি

ইউক্রেনকে ঘিরে সৃষ্ট সংকট নিয়ে আগামী সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি উন্মুক্ত বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ‘হুমকিমূলক আচরণের’ কারণে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতিসংঘে ওয়াশিংটনের দূত লিন্ডা থমাসগ্রিনফিল্ড এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশি রাশিয়ান সৈন্য মোতায়েন করা হয়েছে। রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্যান্য অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িয়ে ইউক্রেন সীমান্তে হুমকি সৃষ্টি করছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের জন্য সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি বলেন, আমরা উত্তেজনা কমাতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ পরিস্থিতি চারদিক থেকে মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, এটি বসে থাকার মুহূর্ত নয়। এখন কাউন্সিলের পূর্ণ মনোযোগ দরকার। আমরা সোমবার সরাসরি ও ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করছি।

সূত্র : এএফপি

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস জাতিসংঘে
স্বাধীন ফিলিস্তিন গঠনে বাংলাদেশসহ ১৪৩ দেশের ভোট
ডোনাল্ড লুর ঢাকা সফরের কারণ জানাল যুক্তরাষ্ট্র
ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না: যুক্তরাষ্ট্র
X
Fresh