• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মিয়ানমারে সু চির বিরুদ্ধে আরও ৫ দুর্নীতির অভিযোগ 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ২৩:৪৯
মিয়ানমারে, সু চির, বিরুদ্ধে, আরও, ৫, দুর্নীতির, অভিযোগ,  
ফাইল ছবি

মিয়ানমারের সামারিক জান্তা সরকার দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সাং সু চির বিরুদ্ধে নতুন করে দুর্নীতির পাঁচটি অভিযোগ দায়ের করেছে। যার একটি হলো অবৈধভাবে হেলিকপ্টার ভাড়া ও কেনায় অনুমতি প্রদান।

শুক্রবার (১৪ জানুয়ারি) একজন এইন কর্মকর্তা এ তথ্য জানান।

গত বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সু চি আটক রয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগের প্রত্যেকটিতে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। তিনি অন্যান্য অপরাধেও অভিযুক্ত। অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও নিজের কাছে রাখার কারণে এবং করোনাভাইরাসের বিধিনিষেধ লঙ্ঘন করায় তার ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

তার সমর্থক ও অধিকার সংগঠনগুলো বলছে, সু চির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো সেনাবাহিনীর পরিকল্পিত, তাদের ক্ষমতা দখলকে বৈধতা দিতে এবং তাকে রাজনীতিতে ফেরা থেকে বিরত রাখতে।

সূত্র: এনপিআর

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাশরাফীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে ভ্রুন হত্যার অভিযোগ
ধর্ষণের অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার
নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানানো যাবে ৯৯৯-এ
X
Fresh