• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

হারিয়ে যাওয়া ভাইয়ের সঙ্গে ৭৪ বছর পর পুনর্মিলন (ভিডিও)   

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ২২:২৮
হারিয়ে, যাওয়া, ভাইয়ের, সঙ্গে, ৭৪, বছর, পর, পুনর্মিলন, ভিডিও,    
ছবি: সংগৃহীত

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান দেশভাগের সময় আলাদা হয়ে যাওয়া দুই ভাইয়ের ৭৪ বছর পর পুনর্মিলন ঘটেছে করতরপুরে। বুধবার (১৩ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

এর আগে মঙ্গলবার দুই ভাইয়ের পুনর্মিলনের আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা সিদ্দিক বড় ভাই হাবিবের সঙ্গে মিলিত হন, যিনি করতরপুরে এসেছেন ভারতের পঞ্জাবের ফুল্লানওয়াল থেকে।

সিদ্দিক দেশভাগের সময় নাবালক ছিলেন যখন তার পরিবার ভেঙে যায় এবং তার বড় ভাই হাবিব বেড়ে ওঠেন ভারতের অংশে।

দুই ভাই আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এবং আনন্দে চোখের পানি গড়িয়ে পড়ে। দেখা হওয়ার পর তারা একে অন্যকে আলিঙ্গন করেন এবং স্মৃতিচারণা করেন।

এ সময় হাবিব করতরপুর কর্তৃপক্ষের প্রশংসা করে জানান, তার ভাইয়ের সঙ্গে পুনর্মিলনে সহযোগিতা করেছেন।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের তথ্যমতে, হাবিব তার ছোট ভাইকে বলেন, তারা করিডোরের মধ্য দিয়ে একে ওপরের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইতোমধ্যে দুই ভাইয়ের মিলনের হৃদয়স্পর্শী ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রশংসায় ভাসিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক ভাইয়ের কর্মীর আঙুল কেটে নিলো আরেক ভাইয়ের কর্মীরা
‘বড় ভাই বলেন, বন্ধু বলেন সবকিছুই শাকিব খান’
শিল্পী সমিতির নির্বাচনে প্রেম, জানা গেল সেই রাসেলের স্ত্রীর পরিচয়
করোনায় প্রাণ গেল আরও একজনের
X
Fresh